2.2 C
London
November 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ, সঙ্গে ১০ লাখ টাকা

নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতক এবং স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক এবং সর্বোচ্চ র‍্যাঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় এবং ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।

প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ-এর আওতায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ এপ্রিল, ২০২৪।

সুযোগ-সুবিধাঃ
স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ ডলার পর্যন্ত (বাংলাদেশী টাকায় প্রায় ১০ লাখ টাকা) প্রদান করা হবে।

যোগ্যতাসমূহঃ
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ।
* স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাশ হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে ।
* একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ
সাধারণত স্কলারশিপের আবেদনের শেষ তারিখের ছয় সপ্তাহ আগে আবেদনের লিংক উন্মুক্ত করা হয়। লিংক উন্মুক্ত হলে লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে হয়।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল এবং অনুষদঃ
* কলা অনুষদ।
* সৃজনশীল কলা ও শিল্প অনুষদ।
* শিক্ষা ও সমাজকর্ম অনুষদ।
* প্রকৌশল অনুষদ।
* চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ।
* বিজ্ঞান অনুষদ।
* অকল্যান্ড ল স্কুল।
* গ্রাফটনে মেডিকেল স্কুল ভবনের অংশ।
* ব্যবসা স্কুল।

এম.কে
১৪ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

আইসিজের আদেশের পর আরও বেপরোয়া ইসরায়েল

স্কুলে মোবাইল ফোন বন্ধে আসছে নতুন নিষেধাজ্ঞা

বছরে মাত্র একবার রাসূল সা:-এর রওজায় প্রবেশের সুযোগ