6.3 C
London
December 26, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

নির্বাচনী রাজনীতিতে এসেই বাজিমাত প্রিয়ঙ্কার, ওয়েনাডে বড় জয়

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো নিজেও সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা। সিপিআই ও বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে জয়ী হয়েছেন তিনি।

ওয়েনাড তার ৬ লক্ষ ২২ হাজার ৩৩৮ ভোট পেয়েছে। নিকটতম প্রার্থী সিপিএম-নেতৃত্বাধীন জোটের সত্যন মোকেরির থেকে প্রিয়াঙ্কা ৪ লক্ষ ১০ হাজার ৯৩১ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড- দুটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছিলেন প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী। পরে তিনি রায়বরেলি আসনটি রেখে ওয়েনাড ছেড়ে দেন। সেখানে উপনির্বাচনে প্রিয়ঙ্কাকে প্রার্থী করে কংগ্রেস। এটাই ছিল তার ভোটের ময়দানে প্রথম প্রবেশ।

জয়ের বিষয় স্পষ্ট হতেই ওয়েনাডের মানুষের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করেন প্রিয়ঙ্কা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভোটারদের ধন্যবাদ জানান তিনি।

প্রিয়ঙ্কা লিখেছেন, ওয়েনাডের আমার প্রিয় ভাই-বোনেরা, আমার উপর যে বিশ্বাস আপনারা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমি অভিভূত হয়ে পড়ছি।

আমি নিশ্চিত করব, সময়ের সঙ্গে সঙ্গে আপনারাও যাতে এটি অনুভব করেন যে, এই জয় আপনাদেরও জয় এবং যে মানুষটাকে আপনারা প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছেন, তিনি আপনাদের আশা-স্বপ্ন বোঝেন। আপনাদের নিজের লোক হয়েই আপনাদের হয়ে লড়াই করব। সংসদে আপনাদের আওয়াজ হয়ে ওঠার দিকে আমি তাকিয়ে আছি।

ভোট প্রচারে কঠোর পরিশ্রম করার জন্য তিনি দলের নেতা-কর্মী-স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি মা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, স্বামী রবার্ট বঢ়রা, দুই সন্তান রেইহান ও মিরায়াসহ দলনেতা রাহুল গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৪ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রাণী অধিকার কর্মী যুক্তরাষ্ট্রে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, ২০ বছর পর যুক্তরাজ্যে গ্রেপ্তার

নিউজ ডেস্ক

জার্মানিতে অভিবাসনঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাড়ছে জার্মান ভাষার কদর

আর ভিক্ষুক পাঠাবেন না, পাকিস্তানকে কড়া বার্তা সৌদি আরবের