2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নির্বাচনে জিততে ট্র‍্যাম্পের বিতর্কিত বার্তা

আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে আবারো প্রার্থী হবার জন্য তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন নতুন আইন প্রণয়ন ও ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প যা সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক টুইট বার্তায় বলেন, ২০২৪ সালে যদি তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী অবৈধ ইমিগ্র‍্যান্ট শিশুদের আমেরিকান নাগরিকত্ব দিবেন না। তবে ট্র‍্যাম্পের এই কথা আমেরিকান সংবিধান পরিপন্থী বলে মতামত দিয়েছেন আইনজ্ঞরা।

 

 

 

 

ট্রাম্প টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ফেডারেল এজেন্সিগুলিকে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪ তম সংশোধনী থেকে জন্মগত নাগরিকত্ব বিধি চালু হয়, যা আমেরিকান গৃহযুদ্ধের সমাপ্তির তিন বছর পরে ১৮৬৮ সালে অনুমোদিত হয়েছিল। ট্র‍্যাম্পের এই বার্তা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে বলে মত দেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এম.কে
০৬ জুন ২০২৩

আরো পড়ুন

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়ালো ডেনমার্ক

৩ বছরে সাড়ে ৪ লাখ শ্রমিক নিবে ইতালি

স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ