24 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

নুর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থাঃ চিফ প্রসিকিউটর কার্যালয়

গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

বৃহস্পতিবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে নুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উসকানিমূলক কিছু অভিযোগ করেন।

“তার এসব মিথ্যা অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নুরের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে,” উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
১৫ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

১ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

বসুন্ধরার চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে সিলেটে সাংবাদিকের মামলা

বাংলাদেশে গঠন হচ্ছে ঐকমত্যের সরকার