TV3 BANGLA
আন্তর্জাতিক

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৬৮

নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের একটি বিমান রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিলো। রবিবার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে ৬৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরও চারজন নিখোঁজ আছেন। দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে অন্ধকার নেমে আসায় বিধ্বস্ত বিমানের উদ্ধারকাজ রবিবারের জন্যে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) পুনরায় উদ্ধারকাজ শুরু হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

দুর্ঘটনার পর একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। তবে এ বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
বিমানটিতে ৬৮ আরোহী ও ৪ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি নাগরিক। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।

 

সূত্র: বিবিসি

আরো পড়ুন

মিয়ানমারে স্বাধীনভাবে চলাচলও করতে পারছেন না জান্তাপ্রধান

শ্রমবাজার আকর্ষণীয় করতে এবার নিয়োগদাতাদের ‘বাগে’ আনছে সৌদি

অভিবাসীদের সাথে অপমানজনক আচরণের দায়ে ইতালিকে ইইউ আদালতের নিন্দা