16.4 C
London
September 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নেপালে সুশীলা কার্কির মন্ত্রিসভা সম্প্রসারণে ক্ষুব্ধ জেন-জি আন্দোলন, পদত্যাগের দাবি জোরালো

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে জেন-জি প্রজন্মের তরুণরা। রোববার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনের নেতৃত্ব দেন জেন-জি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং।

নেপালি সংবাদমাধ্যম সেতুপতি জানিয়েছে, মন্ত্রিসভা সম্প্রসারণে তরুণদের সঙ্গে কোনো পরামর্শ না করায় এই বিক্ষোভ শুরু হয়। গুরুং বিক্ষোভে বলেন, “ওম প্রকাশ আরিয়াল, একজন আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন! আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না।” তার মতে, ভুল মানুষকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা দেশের স্বার্থবিরোধী।

বিক্ষোভে যোগ দেন গত সপ্তাহের আন্দোলনে আহত ও নিহতদের স্বজনেরাও। তারা অভিযোগ করেন, তরুণদের দাবি উপেক্ষা করে বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। জেন-জি নেতারা জানান, তারা ক্ষমতার লোভী নন, বরং দুর্নীতিবাজ ও অনৈতিক কাউকে দেখতে চান না রাষ্ট্র পরিচালনায়।

প্রধানমন্ত্রী কার্কি ইতোমধ্যে আইনজীবী ওম প্রকাশ আরিয়ালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এছাড়া অর্থমন্ত্রী হিসেবে রামেশ্বর খানাল, জ্বালানিমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিংকে মনোনীত করা হয়েছে। এর আগেই সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন তিনি।

রোববার সকালে কার্কি নতুন মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ সর্বাধিক ১১ সদস্যের একটি মন্ত্রিসভা করা হবে, যেখানে বর্তমান মন্ত্রীদের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে তরুণদের দাবি, কার্কি স্বচ্ছ প্রক্রিয়া উপেক্ষা করে নিজের ইচ্ছামতো লোক নিয়োগ দিচ্ছেন।

উল্লেখ্য, জেন-জি আন্দোলনের চাপেই এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সুশীলা কার্কি, যিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। শপথ গ্রহণের পরপরই প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয় এবং আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

সূত্রঃ সেতুপতি

এম.কে
১৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

৫ লাখ ডলারের ভারতীয় আম বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

অনুষ্ঠান সম্প্রচারে বাঁধা, মার্কিন টিভি চ্যানেলের চাকরি ছাড়লেন মেহেদি হাসান

চীনের হুঁশিয়ারি তোয়াক্কা না করে দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী