12.4 C
London
November 30, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পদত্যাগ করলেন বৃটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই

২০১৩ সালে হারিয়ে যাওয়া একটি মোবাইলকে কেন্দ্র করে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পরিবহণ মন্ত্রী লুইস হাই। পার্লামেন্টের সদস্য হওয়ার আগে একটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন বৃটিশ এই এমপি।

এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে কিয়ের স্টারমারে দল লেবার পার্টি। ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো। বৃহস্পতিবার স্কাই নিউজে একটি রিপোর্ট প্রকাশের পর প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন হাই। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন।

২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান তার ফোনটি চুরি হয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এক চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ওই ঘটনাকে নিজের ‘ভুল’ হিসেবে বর্ণনা করেছেন হাই। তবে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন বৃটিশ ওই মন্ত্রী। যার ফলে নিজে থেকেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।

২০১৩ সালে ২৪ বছরের তরুণী ছিলেন হাই। তার ফোনটি ছিনতাই হওয়ার এক বছর পর তিনি সেই ফোনটি ফেরত পান, কিন্তু এ বিষয়টি পুলিশের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল পদত্যাগ করা এই মন্ত্রীকে। বৃটিশ গণমাধ্যম স্কাই নিউজ তার রিপোর্টে উল্লেখ করে যে, হাইয়ের বিরুদ্ধে ২০১৪ সালে আদালতে একটি জালিয়াতির অভিযোগ স্বীকার করার পরেও কোনো পদক্ষেপ ছাড়াই তাকে অব্যাহতি দেয়া হয়।

পদত্যাগ পত্রে ছিনতাইয়ের পরপরই একজন তরুণী হিসেবে নিজের ভীতিকর পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। পাশাপাশি পুলিশের কাছে নিজের ফোন ফিরে পাওয়ার বিষয়টি না জানিয়ে ভুল করেছেন বলে স্বীকার করেছেন। তার এই পদত্যাগ পত্রের তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছেন স্টারমার। তিনি হাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, পরিবহণ খাতে সরকারি এজেন্ডা বাস্তবায়নে হাই যা করেছেন তা ভবিষ্যতে বিশাল অবদান রাখবে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
৩০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বিজ্ঞানীদের পথ দেখালেন পারকিনসন্সের গন্ধ সনাক্ত করতে পারা নারী!

অনলাইন ডেস্ক

নামিয়ে দেয়া হলো কিংস ক্রস স্টেশনে প্রদর্শিত রমজানের ইসলামিক বার্তা

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মালিকানা কিনছে সৌদি