2.2 C
London
November 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পবিত্র কাবার আদলে যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে সোনার বার

যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয়েছে পবিত্র কাবা শরিফের আদলে নির্মাণ করা সোনার বার। মূলত রোজার মাস সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের গ্রাহকদের জন্য বিশেষ এই সোনার বার বাজারে এসেছে। পবিত্র কাবার আদলে সোনার এই বার বানিয়েছে যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েল মিন্ট লিমিটেড।

গতকাল বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবার আদলে বানানো একেকটি সোনার বারের ওজন ২০ গ্রাম। মুসলিম কাউন্সিল অব ওয়েলসের পরামর্শ নেওয়ার পর এই সোনার বার বানিয়েছে রয়েল মিন্ট।

এই বিষয়ে মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল–আজিম আহমেদ বলেন, পবিত্র কাবাঘরের আদলে সোনার বার বানিয়েছে রয়েল মিন্ট। কাজটি নিখুঁত ও দুর্দান্ত হয়েছে। এই সোনার বার শুধু যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নয় বরং বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাবে।

পবিত্র কাবার আদলে নির্মিত সোনার বার নিলামে তুলতে গত ফেব্রুয়ারিতে লন্ডন, ম্যানচেস্টার ও গ্লাসগোয় তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সময় রয়েল মিন্টের পক্ষ থেকে দান করা সোনার বার নিলামে তুলে দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ। পরে নিলামে সোনার বার বিক্রি করে পাওয়া ১০ হাজার ডলারের বেশি অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা হিসেবে দেওয়া হয়।

এই বিষয়ে রয়েল মিন্টের মূল্যবান ধাতব বিভাগের পরিচালক অ্যান্ড্রু ডিকে বলেন, প্রথমবারের মতো পবিত্র কাবা ঘরের আদলে ২০ গ্রামের সোনার বার বানাতে পেরে আমরা আনন্দিত।

বর্তমানে পবিত্র কাবার আদরে বানানো একেকটি সোনার বার বিক্রি হচ্ছে ১ হাজার ১৫৬ পাউন্ড বা ১ হাজার ৩৯৩ মার্কিন ডলারে।

আরো পড়ুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: বাংলাদেশি সাংবাদিকদের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান

বিলেতে বাড়ি কেনাবেচা: সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন

১ ইউরোয় সব বিক্রি করে রাশিয়া ছাড়ল হ্যানিক্যান