6.2 C
London
March 11, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

পশ্চিমবঙ্গে বড় বিক্ষোভ, অবস্থা বাংলাদেশের মতো হবে? যা বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চিকিৎসক ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে বড় বিক্ষোভের শঙ্কা তৈরি হয়েছে। কারণ আজ মধ্যরাতে রাজ্যটির নারীরা রাস্তায় বের হয়ে আসার ঘোষণা দিয়েছেন। এছাড়া এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে— অর্থাৎ সরকারের পতন হয়ে যেতে পারে। কারণ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সরকার পতনের আশঙ্কা নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।”

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

পশ্চিমবঙ্গের আগুন সেভেন সিস্টার্সেও ছড়াবে, মোদির গদি টলমল করার হুমকি মমতার

কোরআন হাতে শপথ নিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী লর্ড চ্যান্সেলর

ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি