সাইবার দুনিয়ায় রাশিয়ার দক্ষতা ও চাতুরতা নিয়ে বিশ্ববাসীর কোনো সন্দেহ নেই। সবাই এক বাক্যে স্বীকার করবে সাইবার দুনিয়ায় রাশিয়ার আধিপত্যের কথা। বিভ্রান্তিমূলক প্রচারাভিযান থেকে শুরু করে অত্যাধুনিক ভাইরাস এবং রাশিয়ান রাষ্ট্র-সমর্থিত হ্যাকের ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে দীর্ঘকাল ধরে সতর্ক করেছেন গুপ্তচর প্রধানরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার সাইবার হামলার হুমকি বাড়ছে। সম্প্রতি গোয়েন্দা তথ্য থেকে এমন ইঙ্গিত মিলছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের ওপর সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিলে যুক্তরাষ্ট্র কঠোর হাতেই সাইবার আক্রমণ মোকাবেলা করবে বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনে সামরিক আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপিত অবরোধের প্রতিশোধ নিতে মস্কো সাইবার হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্যাটালাইট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সাইবার হামলার জন্য সতর্ক করেছে এফবিআই।
ডিডব্লিউ এর একটি প্রতিবেদনে জানা যায়:
ইউক্রেনকে অনেক সময় রাশিয়ার হ্যাকারদের ‘খেলাঘর’ বলা হয়৷ নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করে তা যাচাই করতে ইউক্রেনের উপর হামলা চালিয়ে এসেছেন রুশ হ্যাকাররা৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, এবার ইউক্রেনে ‘সাইবার আগ্রাসন’ চালাতে পারে রাশিয়া৷
২০১৫ সালে সাইবার হামলায় ব্যাহত হয়েছিল ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা৷ ওই সাইবার হামলার নামকরণ করা হয় ‘ব্ল্যাকএনার্জি’৷ ওই হামলায় অস্থায়ীভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে সমস্যায় পড়েন পশ্চিম ইউক্রেনের ৮০ হাজার নাগরিক৷ কিয়েভেও হামলা চালানোর অভিযোগ ওঠে এক বছর পরে৷ এবার একইরকম হামলা কি পশ্চিমের অন্য দেশেও চালাতে পারে রাশিয়া? এই প্রশ্নটা ঘুরেফিরে আসছে বারবার৷
২০১৭ সাল থেকেই কলেজের ছাত্র ও পেশাদার প্রোগ্রামারদের চাকরির প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া৷ সাইবার অপরাধ জগতের সম্ভাব্য প্রতিভার খোঁজেও প্রকাশ্যে তৎপরতা দেখা গিয়েছিল দেশজুড়ে৷ সামরিক ঘাঁটিতে স্থাপন করা সায়েন্স স্কোয়াড্রনস নামের ইউনিটে একাধিক প্রতিভাবানকে নিয়োগ করা হয়েছিল৷ তাই সাইবার অপরাধ থেকে সতর্ক থাকতে বদ্ধপরিকর পশ্চিমা শক্তিগুলি৷
২৫ মার্চ ২০২২
এনএইচ