25.5 C
London
April 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তানের বিরুদ্ধে অভিযান পরিচালনায় অস্বীকৃতির জেরে ভারতীয় জেনারেল বরখাস্ত

পাকিস্তানের সীমান্তে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ অমান্য করায় ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল আর. কে. সিংহ, যিনি উত্তর কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি “প্রতিরক্ষা সদর দপ্তরের কৌশলগত নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করতে ব্যর্থ হয়েছেন।”

ফাঁস হওয়া অভ্যন্তরীণ বার্তালাপ অনুযায়ী, জেনারেল সিং প্রস্তাবিত সীমান্ত-পারাপারের অভিযানে অংশগ্রহণে কঠোর আপত্তি জানান। তিনি জানান, পরিষ্কার গোয়েন্দা তথ্য এবং কূটনৈতিক প্রস্তুতি ছাড়া এই ধরনের অভিযান শুরু করলে তা দ্রুত যুদ্ধের রূপ নিতে পারে এবং আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

এই “প্রি-এম্পটিভ কনটেইনমেন্ট মিশন” নামে পরিচিত অপারেশনটি সাম্প্রতিক লাইন অব কন্ট্রোল (LoC)-এ সংঘটিত কয়েকটি ঘটনায় ভারতের পক্ষ থেকে অনুমোদিত হয়েছিল, যেখানে ভারত পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলোর সম্পৃক্ততা দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই অভিযানের প্রকৃতি বা সময় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

জেনারেলের বরখাস্ত হওয়া নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এবং কৌশল বিশ্লেষকরা একে “নীতিনির্ভর বিরোধিতার শাস্তি” হিসেবে দেখছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, “শৃঙ্খলা অবশ্যই জরুরি, তবে সাবধানতার ভিত্তিতে দেওয়া মতামতকে অসভ্যতা হিসেবে দেখা উচিত নয়।”

বিরোধী দলগুলো এই ঘটনায় সংসদীয় তদন্তের দাবি জানিয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: “একজন জ্যেষ্ঠ কমান্ডার যদি যুদ্ধ ঠেকানোর জন্য বরখাস্ত হন, তাহলে আমাদের জানতে হবে কে এই অভিযান চালানোর নির্দেশ দিয়েছিল এবং তার পেছনে কী যুক্তি ছিল।”

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়:

“সশস্ত্র বাহিনীর সকল সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং পরিচালনাগত অখণ্ডতা বজায় রেখেই নেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল সিং এর বরখাস্ত একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ পর্যালোচনার ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে।”

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ইসলামাবাদের একটি সূত্র জানিয়েছে যে তারা “পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”

বরখাস্ত হওয়া জেনারেল এখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি তার অবস্থানে অটল রয়েছেন এবং আইনি পদক্ষেপ বিবেচনা করছেন।

সূত্রঃ ডাউন নিউজ

এম.কে
৩০ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানের জেএফ-১৭ বিক্রিতে বাঁধা দিচ্ছে

গণিতের দক্ষতা কাজে লাগিয়ে কোটি কোটি টাকার লটারি জয়!

নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় কানাডায় হেনস্থার শিকার বৃটিশ এমপি