13.3 C
London
December 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল

প্রীতি প্যাটেল যুক্তরাজ্য থেকে ‘বিদেশি অপরাধী এবং অভিবাসন অপরাধীদের’ পাকিস্তানে ফেরত পাঠানোর একটি চুক্তিতে সাক্ষর করেছেন।

 

বুধবার (১৭ আগস্ট) পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব ইউসুফ নাসিম খোখারের সাথে পারস্পরিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে তিনি স্বাক্ষর করেন। উভয় দেশ অন্যের ভূখণ্ডে আইন লঙ্ঘনকারী নাগরিকদের প্রত্যাবর্তন গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

 

আলবেনিয়া, ভারত, সার্বিয়া এবং নাইজেরিয়ার সাথে সমঝোতার পর গত ১৫ মাসে যুক্তরাজ্য সরকারের এটি ছিল পঞ্চম চুক্তি।

 

মিসেস প্যাটেল বলেন, ‘আমি বিপজ্জনক বিদেশি অপরাধী এবং অভিবাসন অপরাধীদের জন্য কোনো ক্ষমা চাই না, তাদের যুক্তরাজ্যে থাকার কোন অধিকার নেই। ব্রিটেনে ইতোমধ্যে যথেষ্ট পরিমাণে মানুষ রয়েছে যারা আমাদের আইনের অপব্যবহার করে এবং সিস্টেমের সাথে গেমিং করে যাদের আমরা অপসারণ করতে পারি না।

 

তিনি যোগ করেন, এই চুক্তি আমি আমাদের পাকিস্তানি বন্ধুদের সাথে স্বাক্ষর করতে পেরে গর্বিত, এটি ইমিগ্রেশনের জন্য নতুন পরিকল্পনা এবং ব্যবস্থা সরবরাহ করে।’

 

সরকারি তথ্য দেখায়, পাকিস্তানে ইংরেজি এবং ওয়েলশ কারাগারে সপ্তম বৃহত্তম বিদেশি অপরাধী রয়েছে, মোট বিদেশি অপরাধীর জনসংখ্যার প্রায় ৩ শতাংশ।

 

জানুয়ারি ২০১৯ এবং ডিসেম্বর ২০২১ এর মধ্যে, যুক্তরাজ্য, ১০ হাজার ৭৪১ বিদেশি অপরাধীকে বিতাড়িত করেছে।

 

১৮ আগস্ট ২০২২
এনএইচ

আরো পড়ুন

বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর মদিনা

কস্ট অফ লিভিং সাপোর্ট

নিউজ ডেস্ক

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ