4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পাখির ডাককে গাড়ির সাইরেন ভেবে বিভ্রান্ত হলো পুলিশ

একটি পাখির ডাকের সঙ্গে পুলিশের কারের সাইরেনের আশ্চর্য মিল। এটা এতটাই মিল ছিল যে পুলিশ সদস্যরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, পুলিশের বিচেস্টার ঘাঁটিতে শব্দটা শোনার পর সেখানকার পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়েন। তারা ভাবেন, পুলিশের কোনো একটি কারের আওয়াজ এটি।

অক্সফোর্ডশায়ারের ওই জায়গায় একটি ভিডিও ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পুলিশ সদস্যরা। এতে পাখিটিকে একটি গাছে বসে সাইরেনের মতো শব্দে কয়েকবার ডেকে ওঠার পর কিচিরমিচির করতে দেখা যায়।

পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়, এটি পুরোপুরি সত্যি ঘটনা, কোনো ধরনের এপ্রিল ফুল জোক নয়। আর কর্মকর্তারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন শব্দটা শুনে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘এটি এতটা নির্ভুল, সবাই ভেবেছিল যে গাড়িতে সাইরেনগুলো ত্রুটিপূর্ণ ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অনুমান করেন, পাখিটি একটি স্টারলিং হতে পারে। এরা মানুষের তৈরি শব্দ অনুকরণ করায় ওস্তাদ।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১৭ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের আশ্রয়প্রার্থীদের গ্রহণে প্রস্তুত রুয়ান্ডা

ইউকে ৪৩ হাজার মৌসুমি ভিসা বছরে ইস্যু করবে

আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে ইমিগ্রেশন ওয়াচডগের অসন্তোষ