TV3 BANGLA
আন্তর্জাতিক

পারমাণবিক পরীক্ষা শুরু করলে ট্রাম্পের নোবেলের স্বপ্ন ভেঙে যাবেঃ বিশেষজ্ঞ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নষ্ট করে দেবেন। ক্যালিফোর্নিয়ার মন্টেরিতে অবস্থিত মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের আমেরিকান বিজ্ঞানী এবং পারমাণবিক বিস্তার রোধ বিশেষজ্ঞ জেফ্রি লুইস এমনটাই বলেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) লুইস ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘অস্ত্র প্রতিযোগিতায় একমাত্র জয় হলো (প্রতিযোগিতা) থামানো। যদি ট্রাম্প পরীক্ষা করেন, তাহলে তার জন্য এটি হতে পারে নোবেল পুরস্কারকে বিদায় জানানো।’

লুইস পরামর্শ দিয়েছেন, এই ধরনের পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নাও হতে পারে, বরং নিয়ন্ত্রিত বিস্ফোরণ হতে পারে।

তিনি প্রশ্ন বলেন, ‘একবার একটি দেশ শুরু করলে, বাকিদের থামাবে কিসে?’

বিশেষজ্ঞ জোর দিয়ে বলেন, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সিদ্ধান্তের গুরুতর পরিণতি হতে পারে। এর ফলে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা শীতল যুদ্ধের কথা মনে করিয়ে দেবে।

এম.কে

আরো পড়ুন

বিদেশিদের স্বল্পমেয়াদী ভিসা দিচ্ছে সৌদিআরব

নিউজ ডেস্ক

গাজায় গণহত্যার প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ইলহান ওমরের মেয়ে

নিউজ ডেস্ক

অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন