দূর্নীতি মামলার আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পদে থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার।
উল্লেখ্য শেখ হাসিনার পতনের পরে তার ভাগ্নী টিউলিপ সিদ্দিকের মন্ত্রীত্ব চলে গিয়েছে। খুব শীঘ্রই পুতুলের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এম.কে
১৯ জানুয়ারি ২০২৫