TV3 BANGLA
বাংলাদেশ

পুলিশের সাঁজোয়া যানে লাল রং দিয়ে ‘ভুয়া’ লিখলেন আন্দোলনকারীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলে অংশ নিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার ২ আগস্ট বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের একটু সামনে কদম ফোয়ারা সামনে দাঁড়িয়ে থাকা এপিসি গাড়ির সামনে পেছনে ‌‘ভুয়া’ ও ‘খুনি’ লিখে দেন তারা। এ সময় গাড়ির ভেতরে কয়েকজন পুলিশকেও দেখা যায়।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলনকারী।

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে শেষে একটি মিছিল বের হয়। দোহযাত্রার ব্যানারে এই মিছিলটি কদম ফোয়ারা, হাইকোর্টে মোড়, টিএসি হয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশার নাগরিক সমাজ।

শহীদ মিনার থেকে আগামী রোববার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ যখন প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা হয়, তখন প্রেস ক্লাব, কদম ফোয়ারা, শিক্ষাভবন ও হাইকোর্টে মোড়ে কয়েক আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

এম.কে
০২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

৫৯৫ টাকার গরুর মাংস বিক্রি করায় তোপের মুখে খলিল

আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারিঃ শেখ হাসিনা

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেনের সাক্ষাৎ