ব্রিটেন সরকার ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী ঘোষণা করার পর এবার এই গোষ্ঠীর প্রতি সমর্থন জানানো শিক্ষার্থীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিচ্ছে। সমর্থনের দায়ে কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানা গেছে।
সম্প্রতি এই সংগঠনের কয়েকজন সদস্য ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে হামলা চালানোর পর সরকারের পক্ষ থেকে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সংশ্লিষ্টতার অভিযোগে একের পর এক গ্রেপ্তার শুরু হয়েছে।
ওয়েস্ট মিনিস্টারে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচি থেকে সোমবার ২৯ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের হাতে ছিল ‘আমি গণহত্যার বিরুদ্ধে, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, এসব প্ল্যাকার্ড স্পষ্টভাবে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের প্রমাণ।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার পর ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। শিক্ষার্থীদের বড় একটি অংশ এসব আন্দোলনে অংশ নেয়।
ব্রিটেনের আইনে বলা আছে, কোনো নিষিদ্ধ সংগঠনকে সমর্থন বা এর সঙ্গে সম্পৃক্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কবার্তা জারি করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান নির্বাহী ভিভিয়েন স্টার্ন এক চিঠিতে জানান, প্যালেস্টাইন অ্যাকশন দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনের নামে অপরাধে ব্যবহার করে আসছে।
বিশেষজ্ঞরা বলছেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের সীমারেখা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে পারে। তবে ব্রিটেন সরকার ফিলিস্তিনপন্থী চরমপন্থা মোকাবিলায় এখনো আপসহীন অবস্থানেই আছে।
সূত্রঃ আরব নিউজ
এম.কে
১০ জুলাই ২০২৫