8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আত্মহত্যা করেছেন

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। বুধবার ১৩ মার্চ সন্ধ্যার পর রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। শিবলী মহম্মদ জানান প্রতিদিনের মতো আজও তার বড় ভাই সংগীতচর্চা করতে বসেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন তার ঘরের দরজা বন্ধ। এরপর ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সাদি মহম্মদের মা জেবুন্নেসা ২০২৩ সালের ৮ জুলাই মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে তিনি এমনটা করতে পারেন বলে সাদি মহম্মদের নিকটজনেরা মনে করছেন।

সাদি মহাম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে তার ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

২০১২ সালে সাদি মহম্মদকে আজীবন সম্মাননা পুরস্কার দেয় চ্যানেল আই। ২০১৫ সালে তাকে রবীন্দ্র পুরস্কার দেয় বাংলা একাডেমি।

সূত্রঃ চ্যানেল আই

এম.কে
১৩ মার্চ ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের লুটনের ‘বার্বি’ অভিনেতা রমজান মিয়া ঢাকায় আসছেন

পাচার হওয়া অর্থ ফেরানো নিয়ে আলোচনা

বাংলাদেশে ভারতীয়দের সাবধানে চলাচলের পরামর্শ