5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শাবিপ্রবি শিক্ষার্থী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৯৯৫-৯৬ সেশনের শিক্ষার্থী ছিলেন। শাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে এই প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।

মোহাম্মদ আবু ইউসুফ সোমবার (২১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং শনিবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মোহাম্মদ আবু ইউসুফ একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তিবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ছিলেন।

সিলেট ক্যাডেট কলেজ থেকে ১৯৯৩ সালে এসএসসি এবং ১৯৯৫ সালে এইচএসসি পাস করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ১৯৯৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন।

এই অধ্যাপক জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মোহাম্মদ আবু ইউসুফ ২০০৩ সালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পর্যায়ক্রমে, ২০১৭ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ২০১৯ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি ডিজিটাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলায় অবস্থিত। গত ২৬ অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠানটির তৃতীয় উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ।

এম.কে
২৮ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা, তীব্র নিন্দা ঢাকার

সিলেটে কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ

জাপার পিছনে আছে আপা !