TV3 BANGLA
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেনের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ করছে।

১৪ আগস্ট যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডি’এ) হেলেন লাফেভ পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন এবং ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে কূটনৈতিক কোরের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

২৫ আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও জলবায়ুসহ অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সভায় সিডি’এ লাফেভ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সূত্রঃ ইউএনবি

এম.কে
০২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

রোহিঙ্গারা নানা অপকর্মে জড়িত

আগামী তিনদিন পুড়বে সিলেট

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা