TV3 BANGLA
Uncategorized

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়ন ফি কমিয়েছে ওমান

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়ন ফি কমিয়েছে ওমান সরকার। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন শ্রমিকরা। ওয়ার্ক পারমিট নবায়নে ফি দিতে হবে আগের তুলনায় এক-তৃতীয়াংশ কম।

দেশটির স্থানীয় গণমাধ্যম ওমান টাইমস জানায়, প্রবাসী শ্রমিকদের ফেরাতে শুরু করেছে কোম্পানিগুলো। এসব শ্রমিক চলতি বছরের শেষ পর্যন্ত ৭৮২ ডলারের পরিবর্তে ৫২৫ ডলারে ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, যারা অস্থায়ী ও পার্ট-টাইম শ্রমিক তারাও এই নির্দেশনার আওতায় কম ফিতে ওয়ার্ক পারমিট নবায়ন করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে বিষয়টি কোম্পানির শ্রমিক চাহিদার ওপর নির্ভর করতে বলে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে।

ওমানের করোনাভাইরাস সংকট পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে শ্রম মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের ব্যাপারে এসব সিদ্ধান্ত নিয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

অনলাইন ডেস্ক

Coronavirus Health Advice from UK // যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরামর্শ

Law with N Rahman