15.2 C
London
November 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

প্রয়াণদিবসে এখনও স্বপ্নের নায়ককে খুঁজে ফিরেন ভক্তরা

ভক্তদের কাঁদিয়ে আকাশের ঠিকানায় চলে গেছেন স্বপ্নের নায়ক। তার ভক্তরা এখনও বিশ্বাস করতে চান না নায়ক আত্মহত্যা করতে পারেন। প্রায় দুই যুগ আগে ১৯৯৬ সালের এইদিনে হাজারো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সিলেটের সন্তান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ।

রোববার (০৬ সেপ্টেম্বর) চিত্রনায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী। তার ভক্তরা এই দিনে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

এবারে করোনা পরিস্থিতিতে সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নগরীর দাড়িয়াপাড়াস্থ ‘সালমাহ শাহ ভবনে’ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে শাহজালাল দরগাহ মাজার মসজিদে পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, করোনা পরিস্থিতি উপেক্ষা করে সিলেটে ছুটে আসেন সালমান শাহ’র  শত শত ভক্ত। সকাল থেকে শাহজালাল মাজার কবরস্থানে তার কবরে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।

সালমান শাহের মামা আলমগীর কুমকুম বলেন, করোনা পরিস্থিতিতে এবারে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। তবে দরগাহ মাজারে যোহরের নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

০৬ সেপ্টেম্বর ২০২০
এমকেসি

আরো পড়ুন

সিলেটের মেয়র আরিফুল করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

১১ কোটি নাগরিকের তথ্য চুরি, জয় ও পলকসহ ১৯ জনের নামে মামলা

উপদেষ্টাদের অর্ধেকই যেন এ দেশে ইন্টার্নশিপ করতে এসেছেনঃ ড. ফাহমিদা খাতুন