11.5 C
London
October 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রযুক্তির ভরসায় নয়, কাগজে ফেরার পরামর্শ দিল যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় আগেভাগে প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে সরকার। সম্প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের বিকল্প কর্মপরিকল্পনার একটি কপি কাগজে সংরক্ষণ করতে হবে, যাতে কম্পিউটার ব্যবস্থা বিকল হলেও কাজ চালিয়ে যাওয়া যায়।

সরকারি বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় তাদের তথ্যব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এতে উৎপাদন বন্ধ, সরবরাহ ব্যাহত ও অর্থনৈতিক ক্ষতি হয়। সরকার বলছে, এই ধরনের পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো যদি কেবল কম্পিউটার নির্ভর পরিকল্পনার ওপর নির্ভর করে, তাহলে পুরো কার্যক্রম ভেঙে পড়তে পারে।

দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের তথ্যে জানা গেছে, চলতি বছর প্রথম নয় মাসে মোট চারশ উনত্রিশটি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুই শতাধিক হামলাকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ।

সাম্প্রতিক সময়ে একাধিক নামি-দামি প্রতিষ্ঠানে সাইবার হামলার পর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সরকার এই নতুন নির্দেশনা দিয়েছে। হামলার কারণে বহু প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ হয়ে যায়, অনলাইন বিক্রয় ব্যাহত হয় এবং কর্মীরা অচল অবস্থায় পড়ে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি প্রতিষ্ঠানের বিকল্প পরিকল্পনা এমনভাবে তৈরি করতে হবে, যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে হাতে লেখা নির্দেশনা অনুসারে কাজ চালিয়ে যাওয়া যায়। অর্থাৎ, কোন কর্মকর্তা কাকে যোগাযোগ করবেন, কোন ধাপে কীভাবে জরুরি ব্যবস্থা নেবেন — এসব তথ্য কাগজে সংরক্ষণ করতে হবে।

সরকার মনে করছে, কেবল প্রযুক্তির ওপর নির্ভরশীল হলে সাইবার হামলার সময় পুরো যোগাযোগব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই লিখিত পরিকল্পনাই হতে পারে সর্বশেষ ভরসা।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশে বড় ধরনের সাইবার ঘটনার সংখ্যা গত তিন বছরে ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও বাণিজ্য খাতে। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ হামলার উদ্দেশ্য অর্থ আদায় করা। অপরাধীরা তথ্য চুরি করে মুক্তিপণ দাবি করে, যা সাধারণত বিদেশি মুদ্রায় আদায় করা হয়।

তবে সাম্প্রতিক সময়ে কিশোর বয়সী কিছু দলও এসব হামলায় যুক্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক বছরে সাতজন কিশোরকে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির ওপর অতি নির্ভরশীলতা যেমন কার্যক্রমকে সহজ করেছে, তেমনি সাইবার অপরাধীদের জন্য খুলে দিয়েছে নতুন দরজা। তাই প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এখন প্রয়োজন কাগজে লেখা বিকল্প পরিকল্পনা, যা প্রয়োজনে প্রযুক্তি ব্যর্থ হলেও পথ দেখাতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৪ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ক্রিসমাসে চরম বিপর্যয়ে ব্রিটেনের হোটেল ব্যবসা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের এনফিল্ড কাউন্সিল ১০০টি পরিবারকে গৃহহীন করে রেখেছে

পূর্ব লন্ডনে বৃষ্টির জন্য সতর্কতা, হতে পারে বন্যা!