ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী ১৩ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত কাবুল থেকে প্রাণভয়ে থাকা পাঁচ হাজার ৭২৫ জন ব্যক্তিকে ব্রিটেনে নিয়ে গেছে৷ উদ্ধারদের মধ্যে কমপক্ষে তিন হাজার ১০০ জন ব্রিটিশ বাহিনীকে সহায়তা করা আফগান কর্মী এবং তাদের পরিবারের সদস্য রয়েছেন৷
আফগান ছাড়া অন্য যাদের সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে ব্রিটিশ কূটনীতিক এবং দেশটিতে নানা কারণে থাকা অন্যান্য ব্রিটিশ নাগরিকেরা রয়েছেন৷ কাবুলে থাকা ব্রিটিশ কমান্ডার ডান ব্লাঞ্চফোর্ড প্রাণভয়ে থাকে মানুষদের কাবুল থেকে সরিয়ে নেয়ার মিশনকে অত্যন্ত ‘জটিল এবং কঠিন’ মনে করছেন৷ কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে অনেক পরিবার এবং একক ব্যক্তিদের কঠিন বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷
এদিকে, আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেয়ার কথা থাকলেও বর্তমান উদ্ধার তৎপরতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে৷ এক্ষেত্রে সেনা প্রত্যাহারের সময় বাড়াতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্রিটেন সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস৷
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল যে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে দেশটি৷ কিন্তু কাবুল থেকে বিদেশি ও তাদের সহায়তাকারী আফগানদের সরিয়ে নেয়ার কর্মকাণ্ড শেষ না হওয়ায় সেনা প্রত্যাহারের তারিখ পেছানোর পক্ষে প্রচারণা চালাচ্ছেন ওয়েলস৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমন সম্ভবনার কথা বলেছেন৷
২৫ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট