10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

ফিলিস্তিনের জন্য সিলেটে অটোরিকশা শ্রমিকদের ব্যতিক্রমী ভালোবাসা

প্রায় ৫ শ সিএনজিচালিত অটোরিকশা চলছে সারি বেঁধে। প্রতি অটোরিকশায় পত পত করে উড়ছে ফিলিস্তিনের পতাকা। বহরের ৫টি গাড়িতে বাজছে মাইক- ফিলিস্তিনিদের পক্ষে, ইসরাইলের বিপক্ষে স্লোগান- বিদ্রোহী সংগীত। যাত্রা শুরু হয়েছিলো দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে। উত্তর সুরমায় এসে মহানগরের বন্দরবাজার-সুবহানীঘাট-উপশহর ঘুরে ফের চন্ডিপুলে গিয়ে শেষ হয় ‘চলন্ত প্রতিবাদ’।

এভাবেই বুধবার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি ব্যতিক্রমী ভালোবাস দেখান অটোরিকশা শ্রমিকরা। সিলেট চন্ডিপুল শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে প্রায় ৫ শ অটোরিকশা নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ‘

এম.কে
২৬ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

পাঁচ বছরে পর্তুগালে নাগরিকত্ব নিয়েছে আড়াই হাজারের বেশি বাংলাদেশী

দেড় মাস বয়সে নরওয়ে যাওয়া এলিজাবেথ মায়ের কোলে ফিরলেন ৫০ বছর পর

পাচারকৃত অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস