4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ফেসবুক ডাউনে বিশাল ক্ষতির মুখে জাকারবার্গ

ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার কারণে সামাজিকমাধ্যম ফেসবুককে বড় খেসারত দিতে হচ্ছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিপুল সম্পদ খোয়াতে হয়েছে মার্ক জাকারবার্গকে।

 

সোমবার (৪ অক্টোবর) রাত ৯টার কিছু সময় পর থেকে এসব যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান–প্রদান বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো ব্যবহাকারী। রাত সাড়ে চারটার দিকে এই টুইট বার্তায় সার্ভার সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেসবুক কর্তৃপক্ষ।

এ সময়ে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তার ছয়শ কোটি মার্কিন ডলারের সম্পদ কমেছে। এই বিপুল আর্থিক ক্ষতিতে জাকারবার্গের সম্পদ কমে দাঁড়িয়েছে বর্তমানে ১২ হাজার ১৬০ কোটি ডলারে। এতে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নেমে যেতে হয়েছে তাকে।-খবর ফক্স নিউজের

ব্লুমবার্গ ধনকুবের সূচকে প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি। রয়েছেন পঞ্চম স্থানে।

এদিকে সামাজিকমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে ব্যবহারে ব্যাহত হওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, আজকের এই বিভ্রাটের জন্য আমি দুঃখিত। আমি জানি যে যাদের প্রতি আপনি যত্নশীল, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এসব পরিষেবার ওপর আপনারা কতটা নির্ভরশীল।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আবার অনলাইনে ফিরে এসেছে।

 

৫ অক্টোবর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ভারতকে হারিয়ে মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে ব্যাডমিন্টন খেললেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক

শত শত মসজিদ বন্ধ করে দিচ্ছে চীন

১২ এপ্রিল লকডাউনের যেসব নিয়ম পাল্টাচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক