TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি, একদিনের জন্য বন্ধ ঘোষণা

ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে ডাকাতি হয়েছে। লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি এক্স-পোস্টে বলেছেন, ‘ব্যতিক্রমী কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তিনি ঘটনাস্থলে গিয়েছেন। পুলিশ বিস্তারিত তদন্ত করছে।

ডাকারতরা জাদুরঘর থেকে কী নিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গয়না চুরি হয়েছে।

প্রসঙ্গত, লুভর বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা জাদুঘর এবং এখানে অনেক বিখ্যাত শিল্পকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

হিংসা নয়, মানবতার বার্তাঃ নেপালের জেন-জিদের ভিন্নধর্মী রাজনৈতিক ভূমিকা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি মওকুফ পাচ্ছেন যারা

ব্রিটিশ দাতব্য সংস্থার ৫.৭ মিলিয়ন পাউন্ড অনুদান অবৈধ ইসরায়েলি বসতিতে