24.2 C
London
July 17, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ফ্রান্স ও স্পেন ভ্রমণে আবাসন সংক্রান্ত প্রমাণপত্র দেখাতে হতে পারে ব্রিটিশদের

ফ্রান্স ও স্পেন ভ্রমণের ক্ষেত্রে  অফিসিয়াল প্রশংসাপত্রসহ আবাসন সম্পর্কিত প্রমাণপত্র দেখাতে বলা হতে পারে ব্রিটিশদের। ব্রেক্সিট পরবর্তী পরিবর্তনের অংশ হিসেবে এই নথির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে।

 

ফ্রান্স সরকারের ওয়েবসাইট অনুসারে, ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের বাইরের অর্থাৎ ব্রিটিশ ভ্রমণকারীদের আবাসন প্রশংসাপত্রের একটি সত্যায়িত ফর্ম পূরণ করতে হবে এবং টাউন হলে অনুমোদনের জন্য ২৬ পাউন্ড জমা দিতে হবে।

 

ফর্মটি পূরণের জন্য ভ্রমণকারীদের ঠিকানা, আয়, আবাসনের অধিকারের বিভিন্ন প্রমাণ ইত্যাদি নথি প্রয়োজন হবে।

 

স্পেনেও সমমানের প্রশংসাপত্র, চিঠি,জাতীয় পুলিশের প্রশংসাপত্র ইত্যাদি প্রমাণের প্রয়োজন হবে। এর জন্য খরচ করতে হবে ৭৪ পাউন্ড।

 

হোটেল বা ভাড়া থাকার জায়গাগুলোতে থাকার জন্য এই ফর্মের প্রয়োজন হবে না। তবে তারা ফ্রান্সে বা স্পেনে কোথায় থাকবেন তার প্রমাণ চাওয়া হতে পারে। ইউটিলিটি বিল বা তাদের বুকিংয়ের প্রমাণ চাওয়া হতে পারে।

 

ফ্রান্স সরকার যোগ করেছে, ভ্রমণকারীদের কোভিড সম্পর্কিত প্রয়োজনীয়তা এবং বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে। বর্তমানে ফ্রান্সের অপরিহার্য ভ্রমণ ব্যতীত অন্য কারণে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

সূত্র: দা গার্ডিয়ান

২০ মে ২০২১

এসএফ/এনএইচ

আরো পড়ুন

আমজাদকে বাঁচাতে এগিয়ে আসুন

সহযাত্রীর গায়ে প্রস্রাব করে আমেরিকান এয়ারলাইন্সে নিষিদ্ধ ভারতীয় ছাত্র

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য তিন বছরে ৯ বিলিয়ন খরচ