15.5 C
London
May 25, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বন্যাদুর্গত অঞ্চলে গোখাদ্যও দিবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

বন্যা কবলিত চার জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লায় গৃহপালিত পশুর জন্য খাবার পৌঁছাবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (২৪ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান।

ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হচ্ছে ৬৭.৩৭ টন ভুসি। এগুলো বন্যাদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন স্পটে বিতরণ করা হবে।’

টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশকিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে তিন ধাপে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তার কার্যক্রম চলছে এখনও।

শুক্রবার (২৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, ‘চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৫০০ টন, যা এখন ৭০০ টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরও বর্ধিত হবে ইনশাআল্লাহ।’

এম.কে
২৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বিএনপির পক্ষে ৬১ শতাংশ

দুই কোটি যাত্রীর হাব হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর

নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত আলী