9.4 C
London
November 13, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বন্যার্তদের জন্য ১১ লক্ষাধিক টাকা দিলেন রোহিঙ্গা শরণার্থীরা

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ালেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীরা। ১১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকার তহবিল সংগ্রহ করে তা শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান পাঠিয়েছেন তারা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে এক পোস্ট দিয়ে এ কথা জানান শায়খ আহমাদুল্লাহ।

ফেববুকে তিনি লিখেছেন, ‘নিজেরাই যারা ত্রাণের ওপর নির্ভরশীল, সেই রোহিঙ্গা ভাইবোনেরা নিজেদের ত্রাণ থেকে একটু একটু করে পয়সা বাঁচিয়ে আমাদের বন্যা তহবিলে ডোনেশন করেছেন।’

‘মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো আমাদের দুঃসময়ে নির্বিকার থাকতে পারেননি। ক্যাম্প থেকে ১১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকার বিরাট তহবিল সংগ্রহ করেছেন। এরপর বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে তা পাঠিয়েছেন আমাদের অফিসে।’

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, ‘তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে- মুসলিম ভ্রাতৃত্বের সামনে ঘুচে যায় দেশকাল, মানচিত্র কিংবা কাঁটাতারের ভেদাভেদ।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

দানা’র প্রভাবে জলোচ্ছ্বাসের শঙ্কা ১৪ জেলায়

মন্ত্রিসভার দু-তিনজন সদস্যকে সরিয়ে দেওয়া হতে পারে

আনসারের উচ্চপর্যায়ে বড় রদবদল