TV3 BANGLA
বাংলাদেশ

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরসহ পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রোববার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়েছে।

ব্যাংক হিসাব জব্দের তালিকায় আছেন আহমেদ আকবর সোবহানের আরও তিন ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। এ ছাড়া আছেন তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিএফআইইউর চিঠিতে।

এম.কে
০৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

এমআরপি বই সরবরাহে পোল্যান্ডের বদলে ইংল্যান্ডের কোম্পানি, তা–ও দরপত্র ছাড়া

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটে পুলিশের পিটুনি

দেশে যত অন্যায় হয়েছে ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেনঃ কাদের সিদ্দিকী