TV3 BANGLA
স্পোর্টস

বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন রাশিদ লাতিফ

নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। এমন কঠিন সময়ে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। শুধু তাই নয়, এই ইস্যুতে পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করা উচিত বলে মনে করেন তিনি।

রশিদ লতিফ বলেন, পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না নয়, অর্ধেক বিশ্বকাপই শেষ। এখনকার ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটা দারুণ একটি সুযোগ। পাকিস্তানের বলা উচিত যে, তারা বাংলাদেশের পাশে আছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাচ্ছে। এখনই উপযুক্ত সময় অবস্থান নেওয়ার। এটা করতে হলে শক্ত মনোবল প্রয়োজন।

বাংলাদেশের ভেন্যু জটিলতা নিয়ে বুধবার (২১ জানুয়ারি) সভা করে আইসিসি। এরপর এক বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো ঝুঁকি বা হুমকি দেখছে না তারা।

আইসিসির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রশিদ লতিফ। তিনি বলেন, ‘এটা ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই বলতে পারে না যে, কোনো বিপদ হবে না- আইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোন দলেরই কিছু হবে না।’

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

মুস্তাফিজকে ছেড়ে দিল দিল্লি, সাকিব-লিটনকে কলকাতা

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস এসেক্সের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন