6.8 C
London
December 14, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশসহ ৯ দেশ গাজায় রমজানে ত্রাণ পাঠাল

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক দাতব্য সংস্থা আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস নামক একটি প্রতিষ্ঠান রমজান মাস উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এই ত্রাণ সহায়তায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ। প্রায় দুই হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ ১০০টি ট্রাক পাঠিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

মিসরের অনলাইন সংবাদমাধ্যম আহরাম অনলাইনকে আল-আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণের পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি ত্রাণ পাঠিয়েছে।

তিনি আরো বলেন, এসব খাদ্য সহায়তা রমজান মাসে ফিলিস্তিনিদের রোজা রাখতে সাহায্য করবে। তিনি বলেন, ‘গাজার শিশুরা পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। আমরা ত্রাণবাহী ট্রাকের মাধ্যমে শিশুদের জন্য প্রয়োজনীয় দুধ, ডায়াপার ও ওষুধ পাঠাচ্ছি।’

সূত্রঃ আহরাম অনলাইন

এম.কে
১৪ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

গুম হওয়া বিএনপি নেতার ভাইকে তুলে নেওয়ার অভিযোগ, পরে মুক্ত

হাসিনার পতনে দায়ী ‘গ্যাং অব ফোর’, ইন্ডিয়ান এক্সপ্রেসকে আ. লীগ নেতারা

হজ নিয়ে লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ