20.9 C
London
August 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য বাড়ছে ভিসা জটিলতা, ১৭ দেশে আবেদনে ৭টিরই পাননি কনটেন্ট ক্রিয়েটর নাদির

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ট্রাভেল ব্লগার নাদির নিবরাস, যাকে অনেকেই চেনেন ‘নাদির অন দ্য গো’ নামে, গেল এক বছরে ভ্রমণ করতে গিয়ে ভিসা জটিলতার মুখোমুখি হয়েছেন। ১৭টি দেশের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলেও এর মধ্যে ৭টি দেশ তাকে ভিসা দেয়নি।

 

গত ২৭ জুলাই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নাদির বলেন, ‍“ভিসা পাওয়া দিনদিন কঠিন হয়ে যাচ্ছে। এমনকি যেসব দেশ আগেও আমাকে ভিসা দিয়েছিল, এবার সেগুলোর মধ্যেও তিনটি দেশ আবেদন প্রত্যাখ্যান করেছে।”

নাদির জানান, ২০২৪ সালে ইতালি, নেদারল্যান্ডস, তাজিকিস্তান, কিরগিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুর—এই দেশগুলো তার ভিসা আবেদন নাকচ করেছে। এর মধ্যে ইতালির অ্যাম্বাসি তার পাসপোর্ট ছয়-সাত সপ্তাহ আটকে রাখে, শেষে জানিয়ে দেয় আবেদন বাতিল।

নাদিরের ভাষ্য, “ইতালিতে এখন অনেক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছে। তাই তারা ভিসা দিচ্ছে না বললেই চলে।”

তাজিকিস্তান, কিরগিস্তান কিংবা কম্বোডিয়ার মতো দেশগুলোও ভিসা না দিয়ে বাংলাদেশিদের জন্য বাধা তৈরি করছে। এমনকি নেদারল্যান্ডসের জন্য সুইডিশ অ্যাম্বাসিতে আবেদন করেও রিজেকশন পান তিনি।

বাহরাইন, কাতার, ইস্তামবুল কিংবা দুবাইয়ের মতো কিছু দেশ ই-ভিসা দিলেও সেটিও নির্দিষ্ট শর্তে। অনেক সময় যুক্তরাষ্ট্র বা শেনজেন ভিসা থাকা সত্ত্বেও কিছু দেশ ভিসা দেয়নি তাকে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া তিন বছরের ভিসা দিয়েছে এবং যুক্তরাজ্য দুই বছরের ভিসা অনুমোদন করেছে অনেক তথ্য যাচাইয়ের পর। এছাড়া ম্যাক্সিকো, শ্রীলঙ্কা, সৌদি আরব, তিমোর-লেস্তে ও সিঙ্গাপুর বিমানবন্দরে ট্রানজিটে কোনো ঝামেলা হয়নি বলেও জানান তিনি।

তবে, বেলিজ সীমান্তে শুধু বাংলাদেশি হওয়ার কারণে তার পাসপোর্ট আটকানো হয়, যদিও তার ছিল বৈধ ইউএস ভিসা।

নাদির মনে করছেন, ভিসা না পাওয়ার মূল কারণ শুধু ব্যক্তিগত নয়, বরং এটি বাংলাদেশের পাসপোর্ট ও আন্তর্জাতিক ইমেজ সম্পর্কিত। তিনি বলেন, “আগে আমরা যেখানে অন-অ্যারাইভাল ভিসা পেতাম, সেখানেও এখন রিজেকশনের ঘটনা ঘটছে।”

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত ২০২৪ সালের গ্লোবাল পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০০তম, আগের বছর যা ছিল ৯৭তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন মাত্র ৪০টি দেশে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

এবার প্রধান উপদেষ্টার পোস্টে কমেন্ট করলেন ইলন মাস্ক!

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

মিসবাহ উদ্দিন সিরাজের অ’প’হরণের তথ্য লুকাতে গৃহবধূকে ধ’র্ষ’ণ