5.2 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল ওমান

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ওমান। মঙ্গলবার ৩১শে অক্টোবর এই ঘোষণা দেয় রয়াল ওমান পুলিশ(আর ও পি)।

সংস্থাটি জানিয়েছে আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস এ খবর জানিয়েছে।

আরওপি নিশ্চিত করেছে ওমানে ট্যুরিস্ট ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে তা কাজের ভিসায় পরিবর্তন কর‍তে পারতেন। তবে এখন তাদের নিজ দেশে ফেরত যেতে হবে এবং কাজের ভিসায় চাইলে আসতে পারবেন তবে বাংলাদেশিরা এই সুযোগ পাবেন না।

এম.কে
০১ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রিটেনে খাদ্য সরবরাহ সংকট চরমে: বন্ধ হচ্ছে রেস্তোরাঁ

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নইঃ জামায়াতের আমির

২৬ বছর পর প্রকাশ্যে ডায়নার ৬ ঘন্টার টেপ