14 C
London
October 11, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

বাংলাদেশি বংশোদ্ভূত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রের উদ্ভাবনঃ মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্তের যুগান্তকারী অর্জন

বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. আবু আলী ইবন সিনা মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্তের এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW), সিডনি-এর সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ড. সিনার নেতৃত্বাধীন গবেষক দল একটি রঙ পরিবর্তনশীল তরলভিত্তিক ডিভাইস তৈরি করেছে, যা ক্যানসার কোষের উপস্থিতি শনাক্ত করতে পারে মাত্র কয়েক মিনিটে। পরীক্ষাটি সহজ, ক্লিনিক-প্রস্তুত এবং প্রচলিত ক্যানসার টেস্টের তুলনায় প্রায় ৮০ শতাংশ সাশ্রয়ী।

ছোট পরিসরে সফল ট্রায়ালের পর এই প্রযুক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরের পরীক্ষায় (large-scale US trials) প্রবেশ করেছে। ডিভাইসটি ইতিমধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাণিজ্যিকীকরণের পথে রয়েছে। এই প্রকল্পে একটি শীর্ষস্থানীয় কোম্পানি মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে বলে জানা গেছে।

গবেষণা দলের লক্ষ্য আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ডিভাইসটি বাজারে আনা। সফলভাবে বাজারজাত হলে এটি হবে বিশ্বের দ্রুততম ক্যানসার শনাক্ত প্রযুক্তি—যা শরীরের যেকোনো স্থানে ক্যানসার কোষ চিহ্নিত করতে সক্ষম হবে।

ড. সিনা বলেন, “আমাদের উদ্দেশ্য ক্যানসার শনাক্তকরণকে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী করা। যেন বিশ্বের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষও প্রাথমিক পর্যায়েই পরীক্ষা করাতে পারেন।”

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ক্যানসার নির্ণয়ের ধরন পাল্টে দিতে পারে। দ্রুত শনাক্তের ফলে রোগীরা চিকিৎসা শুরুর সুযোগ পাবেন আগেভাগে, যা মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. আবু আলী ইবন সিনা বাংলাদেশের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি আন্তর্জাতিক গবেষণা দল “সিনা ল্যাব”-এর নেতৃত্ব দিচ্ছেন, যেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষস্থানীয় গবেষকরা কাজ করছেন।

বিশ্বজুড়ে বিজ্ঞানমহল এখন তার উদ্ভাবনটিকে দেখছে “গেমচেঞ্জার” হিসেবে—একটি ছোট্ট ডিভাইস, যা কয়েক মিনিটে ক্যানসার শনাক্ত করতে পারবে, আর তাতে বদলে যেতে পারে বৈশ্বিক চিকিৎসা ব্যবস্থার ভবিষ্যৎ।

সূত্রঃ ক্রাম্ব নিউজ

এম.কে
১১ অক্টোবর ২০২৫z

আরো পড়ুন

শিশু মুনতাহাকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়, গ্রেপ্তার ৪ঃ পুলিশ

জুমার দিনে মসজিদে আগুন দিল ইসরায়েলিরা

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবেঃ মার্কিন বাণিজ্যমন্ত্রী