TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশি শিক্ষার্থীদের হাঙ্গেরিতে পড়ার সুযোগ, আছে বৃত্তির সুযোগ–সুবিধা

বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হাঙ্গেরি সরকার। ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৪-২৫’–এর আওতায় এই বৃত্তি দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির সুযোগ–সুবিধা:
১. টিউশন ফি নেই
২. মাসিক ভাতা
৩. বিনামূল্যে আবাসন সুবিধা
৪. স্বাস্থ্যবিমার সুবিধা
৫. ভ্রমণভাতা

আবেদন করবেন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Stipendium Hungaricum Scholarship 2024/25 (Fully Funded)

আবেদনের সময়সীমা: আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

এম.কে
১১ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

সিলেট সিটির ‘জনবল-যন্ত্র-ট্রাক’ ব্যবহার করে টিলা কাটায় জরিমানা

অনলাইন ডেস্ক

সিলেটের মাটির নিচে এখনও গ্যাসের ভান্ডার

সালাউদ্দিনের আশঙ্কা, কারও কথায় লাফালাফি করলে দেশ ‘নিষিদ্ধ’ হবে