9.8 C
London
October 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

‘বাংলাদেশের কাছে ৬০০ একর জমি চায় সৌদি আরব’

বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব বল জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ খবর জানান।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনোমিক জোনে ৬০০ একর জমি চায় সৌদি আরব।

ড. হাছান মাহমুদ জানান, চলতি বছরের জুনের পর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশে আসবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেনের চিঠির পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরও দুদেশের সম্পর্ককে বহুমুখী করতে সহায়ক হবে।

এম.কে
২৩ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এক পাউন্ডে ১৫৪ টাকা, দরপতনে রেকর্ড

অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মীর ভিডিও প্রকাশ করল আল কায়েদা