7.4 C
London
November 17, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন

ঢাকায় এক দিনের সফরে এসে শনিবার এক বিবৃতিতে ইন্দো-প্যাসিফিকবিষয়ক ব্রিটিশ মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে কাজ করতে চায় ব্রিটেন।

সফরের সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ এবং রাজনৈতিক, শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্রিটিশ কোনো মন্ত্রী এই প্রথমবার ঢাকা সফর করলেন।

ব্রিটিশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসনের জন্য ব্রিটেনের চলমান সহায়তা নিয়ে আলোচনা করেন।

তিনি ছাত্রনেতা এবং রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ব্রিটেনের সমর্থন ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়ে আলাপ করেন। আর ব্যবসায়ী নেতাদের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য আরো সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের কাজকে সমর্থন করে ব্রিটেন। রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশী সম্প্রদায়গুলোকে সমর্থন করার জন্য নতুন তহবিল ঘোষণা করতে পেরে আমি গর্বিত। এ তহবিল তাদের প্রয়োজনীয় পরিষেবা এবং সহায়তা দিতে পারবে বলে আমি প্রত্যাশা করছি।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশ বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ দিনের বন্ধু হিসেবে ব্রিটেন অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারকে সমর্থন দেবে, যা বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সহায়তা করবে।

ক্যাথরিন ওয়েস্ট রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্রিটেনের এক কোটি পাউন্ড নতুন সহায়তা ঘোষণা করেন। ২০১৭ সাল থেকে ব্রিটেন রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে অত্যাবশ্যকীয় সহায়তা ও সেবা দেয়ার জন্য এ পর্যন্ত মোট ৪০ কোটি পাউন্ডের তহবিল দিয়েছে।

এছাড়া গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ব্রিটেনের একটি বিশেষায়িত মেডিক্যাল টিম বাংলাদেশে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে এই টিমকে পাঠিয়েছে ব্রিটেন। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিমের সদস্যদের বিশ্বের বিভিন্ন স্থানে সঙ্ঘাতে আহত রোগীদের চিকিৎসা দেয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

এম.কে
১৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আসছে না ভারতের পেঁয়াজ, বিকল্প ৪ দেশ থেকে হবে আমদানি

বাংলাদেশে বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করেছে ফেসবুক

ইলিশ আগে দেশের মানুষ পাবে, পরে রপ্তানিঃ উপদেষ্টা ফরিদা আখতার