TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের রেলস্টেশনে বিদেশির ফোন ছিনতাই, কান্নাজড়িত অনুরোধেও ফেরত মেলেনি ফোন

বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশনে এক বিদেশির সঙ্গে বিব্রতকর এক ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি হাটুগেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কয়েকজনের কাছে করজোড়ে অনুরোধ করছেন তার ছিনতাই হওয়া ফোনটি ফেরত দেওয়ার জন্য। কান্নাজড়িত কণ্ঠে তিনি বোঝাচ্ছিলেন, মোবাইলটিতে তার জরুরি নথিপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিদেশির চোখে-মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তিনি মরিয়া হয়ে অনুরোধ করছেন, কিন্তু ট্রেনের ছাদে থাকা ব্যক্তিদের কারও পক্ষ থেকে সাড়া মেলেনি। ঘটনাটি দেখে উপস্থিত অনেকে হতবাক হয়ে যান।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ দুঃখপ্রকাশ করেন এবং বিদেশির প্রতি সহানুভূতি জানান। অনেকেই ছিনতাইকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তোলেন।

অনলাইনে একজন মন্তব্য করেন, “দেশের মান-মর্যাদা ধুলায় মিশে গেল এই ঘটনার কারণে।” আরও অনেকে দেশের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / যমুনা টিভি

এম.কে
১২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী চীন

নিজেরা পালালেন, কর্মীরা অন্ধকারেঃ শেখ হাসিনার ‘নো ওয়ান স্টে হিয়ার’ মেসেজ শুধুই আত্মীয়দের জন্য

বাংলাদেশে জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার কোটি টাকা