9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ করতে চায় সৌদি আরব

ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন ও বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রীকে। রবিবার ২১ জানুয়ারি মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই জন আগামী দিনে দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়।

এম.কে
২২ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ফোর্বসের তালিকায় ৭ বাংলাদেশী

‘পৃথিবীর কোথাও এত মানুষ ১ জানুয়ারিতে জন্মায় না’ — এনআইডি জটিলতা নিয়ে প্রধান উপদেষ্টার ক্ষোভ

পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ