বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে। গত রোববার এই অবতরণকে ঘিরে দেশি-বিদেশি অঙ্গনে শুরু হয়েছে বহুমাত্রিক আলোচনা। বিশেষত মিয়ানমারকে কেন্দ্র করে ভারত ও চীনের দৃষ্টি এখন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই ঘাঁটিতে নিবদ্ধ।
ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়া ওয়াশিংটনের আঞ্চলিক প্রভাব বিস্তারের ইঙ্গিত। প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধানের দায়িত্ব নেন। ইউনূসের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সামরিক নড়াচড়ায় বাড়তি সুবিধা পাচ্ছে বলে দাবি করা হয়।
এই বছরের জুলাইয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পরিচালনা করে টাইগার লাইটনিং মহড়া, যেখানে সন্ত্রাসবিরোধী অভিযান ও জঙ্গল অভিযানে দুই দেশের সেনারা অংশ নেন। এরপর আগস্টে অনুষ্ঠিত হয় টাইগার শার্ক মহড়া, যেখানে মার্কিন বিশেষ বাহিনী ও আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। ওই সময় চট্টগ্রামে মার্কিন সি-১৩০জে সুপার হারকিউলিসের উপস্থিতি দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানও আলোচনার কেন্দ্রে রয়েছে। এটি মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একেবারে নিকটে হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত ঘাঁটি হিসেবে কাজ করতে পারে। বিশেষত মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে ওয়াশিংটন ও বেইজিং উভয়েই প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে একটি সামরিক করিডোর গড়ার চেষ্টা থাকলেও ঢাকার সেনাবাহিনী এতে সম্মতি দেয়নি।
অন্যদিকে, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও জোরদার হচ্ছে। সরকার ইতোমধ্যে তিস্তা নদী উন্নয়ন প্রকল্প চীনের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিমান বাহিনীর জন্য চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। ভারত এই পরিবর্তনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ মার্কিন সামরিক উপস্থিতি ও চীনের কৌশলগত বিনিয়োগ একই সঙ্গে ভারতের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাতদিনব্যাপী মহড়া শুরু হয়েছে চট্টগ্রামে। জহুরুল হক ঘাঁটিতে এর উদ্বোধন করেন এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। মহড়ায় বাংলাদেশি কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন সেনারাও অংশ নিচ্ছেন বলে জানানো হয়েছে।
সূত্রঃ ফার্স্টপোস্ট
এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৫