2.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বাংলাদেশে রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

দরিদ্র দেশগুলোর জন্য রেকর্ড ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও, এমনটি একটি সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার (০৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। –

বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। তিনি বলেন, গত তিন বছরে তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করে দাতা দেশগুলো ব্যাংকের রেয়াতি ঋণ পরিশোধের জন্য ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) নামে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঋণ ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার। এবার তা সামান্য বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে। আইডিএ প্রধানত বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলাবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডিএ। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ প্রচুর অর্থায়ন করে। চলতি বছরে যুক্তরাষ্ট্র এ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সূত্রঃ এএফপি, আল জাজিরা

এম.কে
০৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

৫০ বছর ধরে মসজিদ চালাচ্ছে হিন্দু পরিবার

যে কারণে ফ্রান্সের ওয়াইন প্রস্তুতকারকরা অ্যালকোহলমুক্ত ওয়াইন নিয়ে এলো

ইসরায়েলে হামাসের হামলায় যেভাবে লাভবান হবে রাশিয়া