16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ান ব্যাংক

বাংলাদেশে শাখা খুলে ব্যাংকিং কার্যক্রম চালু করতে চায় রাশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ‘এসবারব্যাংক’।

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা রুশ প্রতিষ্ঠান বা ক্লায়েন্টদের সেবা দিতেই ব্যাংকটি ঢাকায় নিজেদের শাখা খুলতে চায়। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এসবারব্যাংকের প্রতিনিধিরা ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রুশ সেনারা। এ হামলার পরই এসবারব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। গত মাসে ব্যাংকটি অস্ট্রিয়ায় থাকা তাদের সম্পূর্ক প্রতিষ্ঠান বিক্রি করে দিয়েছে। এরমাধ্যমে ইউরোপিয়ান বাজার থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিয়েছে এসবারব্যাংক।

অন্যান্য রাশিয়ান প্রতিষ্ঠানের মতো এসবারব্যাংকও এশিয়ার দিকে মনোযোগ দিয়েছে। কারণ পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এই অঞ্চলের বেশিরভাগ দেশ। ফলে রুশ প্রতিষ্ঠানগুলো এখন এশিয়ায় নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজার চেষ্টা করছে।

এম.কে
২১ জুলাই ২০২৩

আরো পড়ুন

চট্টগ্রামে সহিংসতায় ছাত্রলীগ মদদদাতা আওয়ামীলীগ মন্ত্রী নওফেল

নিউজ ডেস্ক

সিলেটে জেলা প্রশাসক অপসারণের দাবিতে রাজপথে সাবেক মেয়র আরিফুল, পরিবহন ধর্মঘটের হুমকি

পাপনকে সালাউদ্দিনের খোঁচা