13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
স্পোর্টস

বাংলাদেশ ক্রিকেটে কোচ হতে আগ্রহী পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

বাংলাদেশ ক্রিকেটে আবারও নতুন বিদেশি কোচ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম সম্প্রতি জানিয়েছেন, তিনি বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে শর্ত হলো—দীর্ঘ মেয়াদে নয়, কেবল স্বল্প সময়ের জন্য।

আন্তর্জাতিক ক্রিকেটকে ২০০৩ সালে বিদায় জানানো ওয়াসিম আকরাম বর্তমানে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মুখ। আইসিসির টুর্নামেন্ট থেকে শুরু করে এশিয়া কাপ—সব জায়গায় তার বিশ্লেষণ উপভোগ করে ক্রিকেটপ্রেমীরা। বিসিবির সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কিছু দিনের জন্য কাজ করতে পারি। কিন্তু দীর্ঘ মেয়াদে কাজ করব কি না সেটা এখন বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদ, ফিল সিমন্স, শন টেইটের মতো দক্ষ কোচ আছেন। তারা ভালো কাজ করছেন।”

প্রায় এক যুগ আগে শেষবার বাংলাদেশ সফর করেছিলেন ওয়াসিম আকরাম। এবার জানুয়ারিতে ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বলেন, “আমি গত ১০-১২ বছর বাংলাদেশে যাইনি। তবে আগামী জানুয়ারিতে যাওয়ার পরিকল্পনা আছে। আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বগুড়ার মানুষ এখনো আমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষের প্রতি আমার আলাদা টান রয়েছে।”

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মত দিয়েছেন সাবেক এই পেস কিংবদন্তি। তার মতে, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন সিরিজ জয়ের পরও এশিয়া কাপে ব্যর্থতা, কিংবা বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে হতাশা—এসবের দায় ক্রিকেটারদেরই নিতে হবে। আকরামের ভাষায়, “এটা বোর্ড বা সমর্থকদের কাজ নয়। ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নিতে হবে। কোচ সব কিছু শিখিয়ে দিতে পারে না। তবে বাংলাদেশের অসাধারণ ফিল্ডিং সত্যিই প্রশংসনীয়।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের নাম ঘোষণা

নিউজ ডেস্ক

রেকর্ড রানের জয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করল বাংলাদেশ

নিউজ ডেস্ক

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক