4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ যাবে মালদ্বীপে

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার জানিয়েছেন,খুব শীগ্রই মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হবে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান তিনি।

দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই যাতায়ত বা পণ্য পরিবহনে সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা।

ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার।

প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি তাই চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দু’দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের।

এম.কে
১২ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

প্রতিবছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানসহ ঢাবিতে ভর্তির সুযোগ

সিলেটে কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ

জিয়াউল বাংলাদেশের কসাইঃ চিফ প্রসিকিউটর