19.6 C
London
September 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদানের লক্ষ্যে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য ১১টি বিভাগে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২-এর সব সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন—কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ ও গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

আরো পড়ুন

বাংলাদেশের ‘পেঁয়াজ ঘাটতি’ সমাধানে তুরস্ক!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জনসংখ্যা কমতে শুরু করবে যে বছর থেকে, জানাল জাতিসংঘ

চাকা খুলে পড়ার পরও পাইলটের সাহসিকতায় বাংলাদেশ বিমানের নিরাপদ অবতরণ