‘হাতে লাগে ব্যথা রে, হাত ছাইড়া দাও সোনার দেওরা রে।’ কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এই গান মুক্তি পায় ৭ মে। এর পর থেকেই সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে গ্রামবাংলার গানটি। চলতে-ফিরতে অনেকের কণ্ঠেই এখন এই গান। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রিলস, টিকটকে এই গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন তরুণ-তরুণীরা।
এবার ‘দেওরা’ গানের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের বাইরেও। বিদেশি অনেকেই এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। এর মধ্যে রয়েছেন তানজানিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দুই ভাই-বোন—কিলি পল ও নিমা পল।
এই ভাই-বোন জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নেচে-গেয়ে কনটেন্ট বানান। ভারতীয় বেশ কিছু জনপ্রিয় গান দিয়েও কনটেন্ট বানিয়েছিলেন তারা।
এবার কনটেন্ট বানালেন কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানে।
ইউটিউবে প্রকাশের ১১ দিনে ‘দেওরা’ গানটি এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ দর্শক দেখেছেন। বাংলাদেশ থেকে ইউটিউবে ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে আছে গানটি।