TV3 BANGLA
বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল তৈরী করবে চীনঃ বিডা চেয়ারম্যান

সরকার বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরকে আধুনিকায়নের লক্ষ্যে ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই তিন বছর মেয়াদী প্রকল্পের ৩,৫৯২ কোটি টাকা অর্থায়ন করবে চীন। ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিডা চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি সেখানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (সেকেন্ড ইকোনমিক জোন) প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, “চীনা কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। প্রকল্পটি মূল্যায়নের পর্যায়ে রয়েছে এবং সরকারের পূর্ণ সমর্থন পেয়েছে।”

বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে জাপানি, চীনা, কোরিয়ান, ভারতীয় ও আমেরিকান উদ্যোক্তারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ পর্যালোচনা করেছেন।

বিডা প্রধান উল্লেখ করেন যে বিনিয়োগকারীদের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। এই বিষয়ে সরকার শিগগিরই একটি স্পষ্ট জ্বালানি নীতি প্রকাশ করবে। তিনি বলেন, “আগামী ৩-৫ বছরের গ্যাস ঘাটতি মোকাবিলায় একটি রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে।”

এম.কে
০৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টার বিদেশ সফরঃ জনবিচ্ছিন্নতা নাকি ব্যক্তিগত ব্র‍্যান্ডিং!

উত্তরায় বিমান বিধ্বস্তঃ জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র