4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাড়ছে যুক্তরাজ্যের ইউনিভার্সেল ক্রেডিটের বেনিফিট প্রায় ৬.৭%

যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ (ডিডাব্লুপি) দুটি পরিবর্তন ঘোষণা করেছে যা আগামী সপ্তাহে কার্যকর হতে যাচ্ছে।

ইউনিভার্সাল ক্রেডিটের দুটি বড় পরিবর্তন আগামী সপ্তাহে কার্যকর হবে। ১৩ ই মে থেকে প্রশাসনিক আয়ের প্রান্তিক (এ,ই,টি) বৃদ্ধি হবে। বর্তমানে একক দাবিদারের এডমিনিস্ট্রেটিভ আর্নিং ট্রেসহোল্ড আবেদনের জন্য সপ্তাহে ১৫ ঘন্টা ন্যাশনাল লিভিং ওয়েজ থাকতে হয়। যা এই প্রান্তিকে বেড়ে সাপ্তাহিক ১৮ ঘন্টা হতে চলেছে এবং
মাসিক উপার্জন অর্থের হিসাবে ৮৯২ পাউন্ড। দম্পতিদের জন্য এডমিনিস্ট্রেটিভ আর্নিং ট্রেসহোল্ড প্রতি সপ্তাহে ২৯ ঘন্টা পর্যন্ত ও মাসিক উপার্জনের ১,৪৩৭ পাউন্ডে বেড়ে দাঁড়িয়েছে।

আরেকটি আসন্ন জরুরি পরিবর্তন হ’ল পূর্বে ঘোষিত সুবিধাগুলির বৃদ্ধি বাস্তবায়ন। ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ (ডিডাব্লুপি) ৮ এপ্রিল থেকে বেনিফিট সমূহ ৬.৭% বৃদ্ধি নিশ্চিত করেছে।

ইউনিভার্সেল ক্রেডিটের স্ট্যান্ডার্ড ভাতা পরিবর্তিত হয়ে,

একক ২৫ বছরের কম বয়সীদের জন্য: £৩১১.৬৮ পাউন্ড এক মাসে।

একক ২৫ বা তার বেশি বয়স হলে: মাসে £৩৯৩.৪৫ পাউন্ড।

যৌথ দাবিদার উভয়ই ২৫ বছরের কম বয়সী হলে: এক মাসে ৪৮৯.২৩ পাউন্ড,

যৌথ দাবিদার,২৫ বা তার বেশি উভয়ের বয়স হলে: মাসে £৬১৭.৬০ পাউন্ড নির্ধারিত হবে বলে ডিডাব্লুপির তথ্যমতে জানা যায়।

সূত্রঃ ডিডাব্লুপি

এম.কে
১৩ মে ২০২৪

আরো পড়ুন

রমজান উপলক্ষ্যে লন্ডনের রাস্তায় আলোকসজ্জা

খোলা কারাগারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিলেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী

যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবার পাবে ২০০ পাউন্ড